প্রিয়
বিভাগীয় সম্পাদক,
আট বছর আগে
আমি গালিনাকে বিয়ে করেছিলাম। আমাদের ছিল সুখের সংসার, তবে আমাদের কোনো সন্তান ছিল না দীর্ঘ সময়।
টানা নয় মাস। পুত্রসন্তান জন্মের পরপরই স্ত্রী জানাল, সে আমাকে আর ভালোবাসে না। এরপর সে বিয়ে করল
সেমিওনকে। তবে বাবার দায়িত্ব থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম না; সবাই একই ফ্ল্যাটে থাকতে শুরু করলাম একসঙ্গে:
আমি,
আমার সাবেক
স্ত্রী,
তার নতুন
স্বামী ও আমাদের পুরোনো সন্তান।
এক বছর বাদে
বিয়ে করলাম তানিয়াকে। তার বাপের বাড়িতে
যাওয়া-আসা একটা বিরাট ঝামেলা বলে তাকেও
নিয়ে এলাম আমাদের ফ্ল্যাটে। সে সময় সেমিওন জানাল, আমার সাবেক স্ত্রীর প্রতি তার প্রেম টুটে
গেছে। তাই নিনাকে বিয়ে করল সে। নিনার একটা সন্তান ছিল আগে থেকেই, তবে থাকার জায়গা তাদের ছিল না।
ঠিক তখনই
জন্ম নিল আমার দ্বিতীয় সন্তান। এর কিছুদিন পর আমার প্রথম স্ত্রীর স্বামীর দ্বিতীয়
স্ত্রীর প্রেমে পড়লাম। আমাদের বিয়েও হলো। আর আমার দ্বিতীয় স্ত্রী বিয়ে করল
গিওর্গিকে। আমার প্রথম স্ত্রী জুটিয়ে নিল পরবর্তী স্বামী—আর্কাদি। তবে আর্কাদি ছিল
শঠ,
ঠগবাজ। সে
আমার স্ত্রীকে বিয়ে করেছিল ফ্ল্যাটের ওপরে আইনসংগত দাবি প্রতিষ্ঠা করতে। শুধু তা-ই
নয়,
কিছুদিন
বাদে সে তার আগের স্ত্রীকে নিয়ে এল কারাগান্দা থেকে। কিন্তু এই স্ত্রী তাকে অচিরেই
ত্যাগ করে বিয়ে করল গিওর্গিকে, যে কিনা এর আগেই বিবাহবন্ধনমুক্ত হয়ে পড়েছিল।
প্রিয়
বিভাগীয় সম্পাদক,
আমাদের এখন
কী করণীয়?
আমাদের
পরিবারে এখন আটটি সন্তান,
১২টি স্বামী
ও ১১টি স্ত্রী। ফ্ল্যাটটি সবার মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকের ভাগে পড়বে ১৮
বর্গসেন্টিমিটার করে। তবে সবচেয়ে ভয়ংকর কথা এই যে আমার তৃতীয় স্ত্রীর প্রথম
স্বামীর দ্বিতীয় স্ত্রীর স্বামী আবার বিয়ের চিন্তাভাবনা করছে। তার হবু স্ত্রীর
দুটো বাচ্চা আছে।...
প্লিজ, আমাদের সাহায্য করুন। অস্বাভাবিক উপায়ে
বংশবৃদ্ধির এই নিরন্তর প্রক্রিয়ার গতি রোধ করা প্রয়োজন।
No comments:
Post a Comment