![]() |
রাইসা মণিকেনবজনমের অভ্যর্থনা- শাহরিয়ার আহমেদ |
তুমি এলে অবশেষে,
শান্ত, শুভ্র, রিমঝিম এক রোদেলা চমক নিয়ে।
আহা কি রুপ, কি রুপ!
তোমার অপেক্ষা আমাতে, রেখেছে একবিন্দু প্রাণ,
আজও এতটি দিনের পরে।
সাধ জাগে তাই দেখি তোমায়,
জুড়িয়ে নয়ন। হৃদয়, প্রাণ, মন ভরে।
মৃত্যুসম অপেক্ষার পালা আজ হলো বুঝি সারা,
তোমায় পেয়ে মনটা আমার আনন্দে আত্মহারা।
আমার কোলের জীর্ণ উঠানের কোণ,
তোমার পদচারনায় শূন্য রইবেনা আর এখন।
এমনই এক ছোট্ট পরী তুমি,
বাঁধলে আমায় এ কোন মায়ার ডোরে?
সাজিয়েছে বলো কে তোমায়, এমন শিল্পের অলংকারে?
তোমায় ঘিরেই জীবন এখন, দিনগুলি কেটে যায়।
না যাই যেন কভু তোমাকে ছাড়ি, কেবলই এমনই প্রার্থনায়।
তবু সময় হয়েছে আজ যাবার।
বিদায় বেলা ডুলি সাজিয়ে বলো, কি দিব উপহার?
যাতে সাজবে তোমার বাহির, সাজবে অন্তর?
উপহারের ডালি ভরে, তাই দিলাম আমার আয়ু।
সভ্যতা হয়ে বেঁচে রবে তুমি, কাল থেকে কালান্তর।
রাইসা মণির জন্ম ১৫ সেপ্টেম্বর ২০১৩।
ওকে আমি প্রথম দেখেছি ১৬ অক্টোবর ২০১৩।
ওর রুপ কল্পনা করে, এবং তার সাথে ওকে দেখবার জন্য আমার অনুভুতি বর্ণনা করেই এই কবিতাটি ১৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে লেখা। আর তার সাথে ওকে এই কথাটি জানানোর ছোট্ট একখানা চেষ্টা, আমি ওকে কত ভালবাসি।
No comments:
Post a Comment