![]() |
নিভৃতে - শাহরিয়ার আহমেদ |
যার বুকে শত ব্যথা; চাপাকান্না, না বলা কথা।
বুকের অতলে গজিয়েছে তার মূল,
কাটা পড়েছে দৃশ্যমান কাণ্ড সমূল।
তাইতো, কষ্টে বুক যতই ভাসে, মুখখানি তার ততই হাসে।
শিল্পীর তরে যে মঞ্চ সাজায়,
তাকে তো মঞ্চের পেছনেই মানায়।
তাই বুঝি,
তুমি কিছু না বলেছ মুখে,
চেয়ে থেকেছ কেবলই নিরব চোখে।
আমিতো জানি ভাষাগুলো ঐ,
তোমার অপ্রকাশিত প্রেমের।
দেখেছি তার অস্রুভেজা আবেগ, লুকোনো চেহারা।
দেখেছি মিথ্যে হাসির অবরন, যা দিচ্ছে পাহারা।
আর তোমার স্তব্ধ অপেক্ষার নিরব শব্দ,
আমিতো শুনেছি- কথাগুলো ঐ,
যা দিচ্ছে সাক্ষ্য-
তোমার না বলা প্রেমের।
অনেক কথা বলবে বলে, যখন তুমি ফিরে চাও,
আমার নয়নে পড়তে নয়ন, আবার শরমে গুটিয়ে যাও।
পূর্ণতা দিতে প্রেমকে তোমার,
আমার শরীরে লাগাও , তোমার হাতের ছোঁয়া,
এই ক্ষণ যেন কভু না ফুরায়;
এইতো তোমার প্রেমের স্বরূপ, নিভৃতে ভালবেসে যাওয়া।
তোমার ধীরনয়ন, অবনত দৃষ্টি,
লাজুক অধরায় নিঃশব্দ সুর, কতনা মিষ্টি।
তুমি ঢেকে রাখো,
যেমন করে মেঘেরা ঢাকে রবির বদন,
তুমি কি দেখনি, লুকিয়ে তনু, তবুও সে আলো দেয়।
ভালবাসার দীপ জ্বলছে তোমাতে,
ঘোমটা মুড়িয়ে সে আলো আড়াল কি রাখা যায়?
No comments:
Post a Comment