সাবিরা সুলতানা
একসময় শিশুদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা আমাদের সামাজিকতায় ছিল না। কিন্তু আধুনিকতার সংস্পর্শে এখন প্রায় প্রতিটি বাড়িতে শিশুদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা রাখা হয়। যেহেতু শিশুর জন্য ঘর, তাই এর অন্দরসজ্জায়ও শিশুদের প্রয়োজনের পাশাপাশি শিশুমনের মনস্তত্ত্বও এখানে খুব গুরুত্বপূর্ণ।
শিশুদের ঘর সাজাতে রয়েছে নানা উপায়। এর মধ্য থেকে আপনার পছন্দমতো অনুষঙ্গ নিয়ে সাজিয়ে নিতে পারেন শিশুর ঘর।
রঙিন ঘর
শিশুদের ঘরে রঙের ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ যেকোনো উজ্জ্বল ও গাঢ় রঙ ব্যবহার করতে পারেন শিশুর ঘরে। গাঢ় রঙের ব্যবহার ঘরে আনবে উজ্জ্বলতা, যা শিশুদের ভালো লাগবে। শুধু ঘরের দেয়ালে নয়, প্রতিটি ফার্নিচারেও করতে পারেন উজ্জ্বল রঙের ব্যবহার। পুরো ঘরেই একই রকমের রঙ ব্যবহার না করে বিভিন্ন শেডও ব্যবহার করতে পারেন। পাশাপাশি কিছুটা সৃজনশীল হয়ে কনট্রাস্ট কালারও ব্যবহার করতে পারেন ঘরের বিভিন্ন দেয়ালে বা আসবাবপত্রে।
দেয়ালের সাজ
স্টিকার, ওয়ালপেপার, প্রিন্ট ওয়াল পেপার, ওয়াল আর্ট ইত্যাদি ব্যবহার করে আপনার শিশুর ঘরে আনতে পারেন নতুন চমক। বাজারে এসব কিছু সহজে পেয়ে যাবেন। পছন্দমতো বেছে নিতে হবে শুধু। তবে সাধারণ নকশা করা ওয়াল পেপারের চেয়ে রূপকথাভিত্তিক ওয়াল পেপার বা কার্টুনের কোনো চরিত্র বা জীবজন্তুর ছবি দেয়া, পাখি বা মাছের ছবি এগুলো শিশুদের ঘরে বেশি আকর্ষণীয় হবে। ওয়াল পেপার ছাড়াও পোস্টার কালার দিয়ে কোনো কার্টুন এঁকে নিতে পারেন এক দিকের দেয়ালজুড়ে। এতেও শিশুর ঘরটি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে।
বাজারে অনেক ধরনের স্টিকার পাওয়া যায়। এসব স্টিকার ঘরের দেয়ালে বা ফার্নিচারে লাগিয়ে দিলেও বেশ মজার একটা আমেজ আসবে শিশুদের ঘরে।
আসবাবপত্র
শিশুদের ঘরের আসবাবপত্রে খুব সহজেই বৈচিত্র্য আনা যায়। তার জন্য প্রয়োজন কিছুটা সৃজনশীলতা। শিশুদের ঘরে খুব বেশি ফার্নিচারের প্রয়োজন পড়ে না। কিন্তু যেক’টি ফার্নিচার ব্যবহার করবেন সেগুলো মজার করে তৈরি করতে পারেন। শিশুদের জন্য যে খাট রাখছেন, সেটাতে একটু সৃজনশীলতা দিয়ে তৈরি করুন বাড়ির মতো করে অথবা নৌকার মতো অথবা ট্রি হাউজের মতো করে। একইভাবে টেবিল, চেয়ার, বইয়ের র্যাক, আলমারি সব কিছুতেই আনতে পারেন খেলনার আদল। বইয়ের র্যাকটা তৈরি করুন যোগ, গুণ, ভাগ এরকম কোনো চিহ্নের মতো করে। সব কিছুতেই এরকম মজার একটা চেহারা দেয়া সম্ভব। তাহলে শিশুদের কাছে তাদের ঘরটি আকর্ষণীয় হয়ে উঠবে।
খেলনা রাখুন
শিশুর ঘরে খেলনা থাকবে না সেটা তো হয় না। ঘরে শিশুর যেসব খেলনা রয়েছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখার ব্যবস্থা করুন। এ ছাড়া এক কোনায় ঝুলিয়ে দিতে পারেন একটি বাস্কেটবলের সেট অথবা ইনডোর গেমসের ব্যবস্থা রাখতে পারেন। সফট টয়গুলো র্যাকে সাজিয়ে রাখতে পারেন। এভাবে শিশুর ঘরটি সহজেই আকর্ষণীয় করে তুলতে পারেন।
শিশুদের ঘর সাজানোর সময় সে মেয়ে না ছেলে সে বিষয়টি লক্ষ রাখা জরুরি। কারণ এর ওপর ভিত্তি করে বাকি কাজগুলো করতে হবে।
No comments:
Post a Comment