Today's Quote

Only a life lived for others, is a life worthwhile
-Albert Einstein

Sunday, 24 August 2014

শিল্পসম্মত জীবন গড়ুন | জীবনকে বাঁচুন পুরোপুরি

    -শাহরিয়ার আহমেদ

জীবন। তিন বর্ণের এই ধাঁধাটি প্রতিটি প্রাণীর নিকটই সবথেকে বেশি প্রিয়। যেন, সোনার হরিণ। আপনার ভাণ্ডারে যার সংখ্যা কেবল একটি। তবে এতে বিচরণের সময় অজানা। জীবন মানেই যেন দুঃখ, ব্যাথা, গ্লানি, হতাশা। তবুও, চিরজীবী হতে চাইবেন না এমন মানুষ কোথায়? তবে, শুধুমাত্র শ্বাস নিয়ে বেঁচে থাকার নাম তো আর জীবন হতে পারে না। কিছু চাওয়া পূরণ হওয়া, কিছু দেখে চোখ জুড়ানো, কিছু শুনে তৃপ্ত হওয়া; জীবনের ছোট ছোট সব উপাদান। কিছু অধিকার আর কিছু কর্তব্যে জীবনের পূর্ণতা।
সক্রেটিস মনে করতেন, "শৈশবে লজ্জা, যৌবনে
ভারসাম্য আর বার্ধক্যে দূরদৃষ্টি ও ব্যয় সংকোচন শিল্পসম্মত জীবনের মূল কাঠামো তৈরি করে।" তাই এই গুণগুলো অর্জন করতে চেষ্টা করুন। আর,

প্রাণ ভরে হাসুন
শিল্পসম্মত জীবনে হাসি হলো তুলির আঁচড়। সুন্দর জীবন বাঁচতে হলে হাসতে শিখতে হবে। হাসির উপকারিতা বলে শেষ করা যাবেনা। একজন হাস্যপ্রিয় মানুষ সকলের মধ্যমণি।

ভালোবাসা ভালো থাকার মহৌষধ
ভালবাসা দিন এবং ভালবাসা অর্জন করুন, ভাল থাকতে গেলে এর চেয়ে বেশি আর কি লাগে? ভালবাসাকে প্রকাশ করুন। নিজের এবং অন্যের আবেগের মূল্যায়ন করুন। ভালবেসে ভাল থাকুন।

কষ্ট তৈরি করবেন না
আমরা প্রায়ই কষ্ট পাবার বদলে কষ্ট তৈরি করে ফেলি। অন্যে আপনাকে নিয়ে কি ভাবছে এমন চিন্তা থেকে বিরত থাকুন। অন্যদের ছোট্ট শাসন সহজভাবে নিন। প্রিয় মানুষটির কাছে সবসময় সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব পাবার আশা পরিত্যাগ করুন। চারপাশের দৃষ্টিকটু বিষয়গুলোকে সহজভাবে নিন।
ডেল কার্নেগী বলেন,"যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।"

রেগে যাবেন না
"রাগ মানুষের সকল সৎকর্মগুলোকে পুড়িয়ে দেয়।"- আল হাদিস।
নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। অপছন্দের বিষয়গুলোকে যথাসম্ভব এড়িয়ে চলুন। নিজে সুন্দর কথা বলুন। শ্রোতার মনন বুঝে উক্তি করুন। গঠনমূলক সমালোচনা করতে শিখুন। পরামর্শ দানে খেয়াল রাখবেন, মানুষ তাই শোনে যা সে শুনতে চায়।

পছন্দের কাজটি নিয়ে ব্যস্ত থাকুন
আমরা প্রায়ই পছন্দের কাজটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠা দিতে পারি না। তাই একসময় পেশাদারিত্বকে যন্ত্রণাদায়ক মনে হতে শুরু করে। তাই যদি ভাল থাকতে চান, নিজের অস্তিত্বকে ভুলে যাবেন না। অবসরে নিজের পছন্দের কাজটি করবার মাধ্যমে জীবনে ফিরে আসুন।

অন্যের প্রশংসা করুন
অন্যের কাজে বাহবা দিলে আপনি ছোট হবেন না, বরং এটি আপনাকে উদার হতে সাহায্য করবে। কাউকে কিছু দেবার বিনিময় প্রত্যাশা করবেন না। এটি সঙ্কীর্ণতা। বরং পাওয়াটাকে অর্জনে রুপ দিতে চেষ্টা করুন। আপনি যতই চেষ্টা করুন না কেন, সকলের নিকট ভাল থাকতে পারাটা সম্ভব নয়। তবে চেষ্টা করতে ভুলবেন না, কারন এটি সম্ভব।

মরার আগে বাঁচুন
আপনি মারা গেলে আপনাকে লাশ বলেই সম্বোধন করবে সবাই। যাদের কাছে ভাল থাকার চেষ্টায় আপনার জীবন পার করেছিলেন, তারাও আপনাকে লাশ বলেই ডাকবে।
তাই শুধু অন্যের কাছে ভালো থাকার জন্যই নয়, বাঁচুন নিজের জীবনকে পূর্ণ করবার জন্যও। যা কিছু ভালবাসেন তার পেছনে খরচ করতে দ্বিধা করবেন না। পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসি থামাবেন না। পারুন আর না পারুন, নাচুন যেভাবে খুশি। ছবি তোলার সময় গর্ধব মার্কা পোজ দিন। শিশুদের মতো নির্মল হয়ে যান।
আসল কথা, মৃত্যু জীবনের সবচেয়ে বড় হারানো নয়। হারানো হলো জীবিত হয়েও মৃতর মতো বেঁচে থাকা। জীবন নামের এই অনুষ্ঠানটি উপভোগ করুন।


ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি লাভ যদি তাঁর দেয়া মহামূল্যবান এই জীবনটাকেই সঠিক যত্নে লালন করতে না পারলেন তো? পৃথিবীর সকল দুঃখের শক্ত বোঝা শুধু আপনার দুর্বল কাঁধেই চেপে নেই। দুঃখ নামক পরশ পাথর কিংবা আনন্দের ছন্দময় ঢেউ সবার জীবনকেই একটুকু ছোঁয়া দিয়ে যায়। এটাই অনিবার্য নিয়ম। এটি আপনি বদলাতে পারবেন না। যেটি আপনি পারবেন তা হলো এর সাথে মানিয়ে নেয়ার ক্ষমতাকে উন্নত করতে। সেটি করুন। এইচ জি ওয়েলস বলেন,"মানিয়ে নাও নয় ধ্বংস হয়ে যাও, এটিই প্রকৃতির শিক্ষা"।
আসলে জীবনটা ততটাই সহজ বা কঠিন যতটা আপনি একে মনে করবেন। গতানুগতিক নিয়মগুলিকে চ্যালেঞ্জ করুন, জীবনটা সহজ মনে হবে।
শিল্পসম্মত ঐশ্বরিক জীবনের অর্থ এই নয় যে, আমি পেলাম কতটুকু; বরং সার্থক হিসেব এই যে, আমি কতটা সুখি।
সুখি থাকুন, শিল্পময় থাকুন। আর বাঁচুন প্রতিটি ক্ষণ। মায়ার পৃথিবীতে সবই পর, যা আপনার আছে তা তো এই জীবনটাই।।

"যেখানেই আনন্দের সন্ধান পাও, দুহাত দিয়ে কুড়িয়ে নাও। কোচড় ভরো। কারন জীবন দুদিনেরই বই তো নয়।"
- বুদ্ধদেব গুহ।।

No comments: