Today's Quote

Only a life lived for others, is a life worthwhile
-Albert Einstein

Friday, 22 August 2014

জার্মানিতে উচ্চশিক্ষা

masterbefragung_930

উচ্চশিক্ষার খোঁজে ছাত্রছাত্রীদের নজরে বিদেশি বিশ্ববিদ্যালয়ের চাহিদা বরাবরই তুঙ্গে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগের পাশাপাশি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কর্মজীবনেও যে অনেকটা এগিয়ে দেয় তা বলাই বাহুল্য। কিন্তু অত্যধিক চাহিদার ফলে ক্রমে সেই সমস্ত জায়গায় সুযোগ পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।গত কয়েক বছরে বিশ্বের বেশ কয়েকটি দেশের পঠন-পাঠনের প্রতি আগ্রহের জেরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়া, কানাডা মায় সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলি। আর সাবেক ইউরোপ? ব্রিটিশ দ্বীপপুঞ্জ ছাড়া গোটা ইউরোপে ইংরেজি ভাষার বিশেষ কদর না থাকায় উচ্চশিক্ষার্থীদের কাছে কিছুটা ব্রাত্যই থেকে গিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, ইতালি বা অস্ট্রিয়ার অভিজাত বিশ্ববিদ্যালয়গুলি।
ঐতিহ্য ও আভিজাত্যের পীঠস্থান, বর্তমান ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তি জার্মানি। আর্যভূমির শিক্ষাতীর্থগুলি সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল নন এ যুগের পড়ুয়ারা। তাঁদের সুবিধার্থে ১০টি বিখ্যাত জার্মান বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল এখানে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বার্লিন ফ্রি ইউনিভার্সিটি বা বার্লিন মুক্ত বিশ্ববিদ্যালয়৷ সোভিয়েত আমলে তৎকালীন পূর্ব বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে পশ্চিম বার্লিনের এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়। মুক্ত বিশ্বের ভাবধারায় সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতাযে অভিনব, তা বলাই বাহুল্য৷বাভারিয়ার রাজধানী শহর মিউনিখের এলএমইউ বিশ্ববিদ্যালয়ের আবেদন তার প্রাচীনত্বে। জার্মানির অন্যতম সম্মানজনক বিশ্ববিদ্যালয়ে পড়তে ভিড় করেন সারা বিশ্বের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, এ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩৪ জন শিক্ষার্থী নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন৷
মিউনিখের আরেক স্বনামধন্য শিক্ষা মিউনিখ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ ভিনদেশি পড়ুয়াদের অন্যতম গন্তব্য এই বিশ্ববিদ্যালয়। ২০১৩ সালের সমীক্ষা বলছে, এখানকার প্রতি পাঁচজন শিক্ষার্থীর একজন বিদেশি৷
বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে জার্মান শহর আখেন৷ এখানেই রয়েছে এ দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরডাব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়ের কদর বিশ্বজোড়া৷
জার্মান রাজধানী বার্লিনে থাকা-খাওয়ার খরচ অন্য শহরগুলির তুলনায় কম। এই কারণে শহরের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা করা যেতেই পারে। বলা বাহুল্য, পৃথিবীর বহু দেশের পড়ুয়ারাই এখানে উচ্চশিক্ষা লাভের আশায় ভিড় জমান।
u16849922_136efc4ec15g215

এই বার্লিনেই রয়েছে আভিজাত্যপূর্ণ হামবোল্ট বিশ্ববিদ্যালয়৷ বিশ্ববরেণ্য মণীষী অটো ফন বিসমার্ক, হাইনরিখ হাইনে, রবার্ট কখ এবং আফ্রো-আমেরিকান সমাজকর্মী ডব্লিউই বি ডুবোয়া এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷
প্রাচীনত্বের নিরিখে সবার উপরে ১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। জার্মানির সবচেয়ে পুরোনো এই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের কাছে তীর্থস্থান বিশেষ। দক্ষিণ এশিয়া সম্পর্কে বিশদে পড়াশোনা করতে অথবা এই অঞ্চলের কোনও ভাষা নিয়ে চর্চা করতে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের জুড়ি নেই।
জার্মানির নামী বিশ্ববিদ্যালয়গুলির একটি ডুইসবুর্গ এসেন বিশ্ববিদ্যালয়৷ অন্তত ৩৭ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন৷ জনপ্রিয়তার নিরিখে এই প্রতিষ্ঠানের চাহিদা বিশ্বব্যাপী।
প্রখ্যাত জার্মান সাহিত্যিক ইয়োহান উল্ফগ্যাং ফন গ্যোটের স্মৃতিতে নামাঙ্কিত ফ্র্যাংকফুর্টের গ্যোটে বিশ্ববিদ্যালয়। জার্মানির আর্থিক পরিকাঠামোর প্রধান ঘাঁটি ফ্র্যাংকফুর্ট শহরে শিক্ষার্থীদের ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার সুযোগও মেলে৷
সংস্কৃতি ও গ্ল্যামারের মিশেল খুঁজতে গেলে কোলন শহর অবশ্য দ্রষ্টব্যের তালিকায় উপরের দিকে থাকে। কোলন বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনেও মিলবে তার ছায়া। এছাড়া স্থানীয়দের মিশুকে স্বভাব শিক্ষার্থীদের খানিকটা স্বস্তি দেয়৷ তাছাড়া এই শহর থেকে আমস্টারডাম, প্যারিস ও ব্রাসেলসের মতো ইউরোপের পর্যটন আকর্ষণগুলিতে যাতায়াতও বেশ নির্ঝঞ্ঝাটের৷
কী ভাবছেন? আমেরিকা-ব্রিটেন তো অনেক হল। এবার উচ্চশিক্ষার ঠিকানা হতেই পারে জার্মানি।
-সংগৃহীত

No comments: