তুমি ছিলেনা বলে, আকাশে ছিলনা মেঘের আনাগোনা,
তুমি ছিলেনা বলে, মন ভুলে গিয়েছিল স্বপ্ন বোনা।
তুমি ছিলেনা যখন, সময় থেমে গিয়েছিল তখন।
তুমি ছিলেনা তাই, ছিল না কোন কথোপকথন।
তুমি ছিলেনা, সুর ছিলনা, রাখালিয়ার ওই গানে,
নেই তুমি, তাই নেই শ্বাস দেহে, প্রাণ ছিলনাকো প্রাণে।
তুমি ছিলেনা তাই, গায়নিকো কোন পাখি,
তুমি ছিলেনা, তাই ছিলনা উৎসব কোন- রঙের মাখামাখি।
তুমি ছিলেনা, ছিলনা বাদল- রংধনু কিংবা বজ্রের অনুনাদ,
ছিলেনা তুমি, ছিলনা খুশি, শুধু ছিল অবসাদ।
তুমি আসনি, আসেনি বসন্ত, ফুল ফোটে নাই শাখে,
রঙ নেই, রূপও ছিলনা- প্রজাপতির পাখে।
তুমি ছিলেনা, বদলায়নি ঋতু, আসেনি নবান্ন,
তুমি ছিলেনা, রাজা ছিলনা- রাজ্যও ছিল শুন্য।
তোমায় চেয়ে খোদার কাছে কেঁদেছিল অরণ্য, নীলজল আর মরুভূমি,
সম্মোহনী রূপ, আর হিতৈষী হৃদয় নিয়ে- তাইতো এসেছ তুমি।
তুমি এলে তাই নবান্ন এলো, আজ কৃষকের ঘরে ঘরে,
কেটে গেলো আঁধার, মিটে গেল শুন্যতা, আজ অনেক দিনের পরে।
তুমি এলে, ফাগুন এলো, বসন্তী পেল সুর,
তুমি এলে তাই রঙ ছড়ালো, উৎসব সুমধুর।
আজ অনেক দিনের পরে, এসেছে বাদল, হেসেছে রংধনু,
ফিরেছে সময় কেটেছে অবসাদ, আলোয় সেজেছে ভানু।
তুমি দিয়েছ ভাষা, এনেছ বিপ্লব- তুমি বাঙালির মিত্রা,
তুমি ফুঁকেছ জীবন, রাঙিয়েছ ভুবন- তাইতো তুমি চিত্রা।
No comments:
Post a Comment