
বলা হয় প্রত্যেক মানুষেরই বিশ্বের কোথাও না কোথাও জমজ রয়েছে। কখনো তাদের চোখ, কখনোবা তাদের আচার আচরণ পরস্পর মিলে যায়। তারকাদের ক্ষেত্রে এমনটা ঘটলে তা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে নিচের তালিকা ছাড়াও আরো যাদের চেহারায় মিল রয়েছে, তারা হলেন ইমরান হাশমি ও কলিন ফেরেল, সোনালি কুলকার্নি ও হ্যালে বেরি, অক্ষয় কুমার ও
টম ক্রুজ এবং শ্রীদেবী ও দিব্য ভারতি।
টম ক্রুজ এবং শ্রীদেবী ও দিব্য ভারতি।
জেরিন খান, ক্যাটরিনা কাইফ
বলিউডের অভিনেত্রী জেরিন খান সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারার দিক দিয়ে মিল থাকার জন্য পরিচিত হয়েছেন। সালমান খানের স্বপ্নের প্রকল্প ভির সিনেমায় জেরিন একজন নায়িকা।
হৃতিক রোশন ও হারমান বাওয়েজা
হারমান বাওয়েজা বলিউডের অভিনেতা হৃতিক রোশনের মতোই দেখতে। তবে হৃতিকের মতো দেখতে হলেও তার অভিনয় দক্ষতা হৃতিকের থেকে আলাদা।
কারিনা কাপুর, প্যারিস হিলটন
বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর ও মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনের চেহারায় যথেষ্ট মিল আছে। তবে তাদের দেশ ও জাতি ভিন্ন।
আমির খান ও টম হ্যাংক্স
ভালোভাবে দেখলে যে কেউ একমত হবেন, বলিউডের মি. পারফেক্ট আমির খানের সঙ্গে হলিউডের অভিনেতা টম হ্যাংক্সের যথেষ্ট মিল আছে।
ঐশ্বরিয়া ও স্নেহা উল্লাল
সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে চেহারায় মিল আছে স্নেহা উল্লালের। স্নেহা সালমান খানের বিপরীতে তার সিনেমা ‘লাকি: নো টাইম ফর লাভ’-এ অভিনয় করে এ শিল্পে দারুণ এক আত্মপ্রকাশ করেছেন।
অমিতাভ বচ্চন ও সনু সুড
দাবাং সিনেমায় একটি গানের মাধ্যমে আত্মপ্রকাশ করেন সনু সুড। অভিনয় জীবনের শুরুতেই তিনি বলিউডের অন্যতম বিখ্যাত তারকা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন।
No comments:
Post a Comment